চোরাইবাড়িতে ২৫ লক্ষ টাকার ফেন্সিডিল সহ ধৃত ১
পাথারকান্দি : বাজারিছড়া পুলিশের রুটিন তল্লাশিতে পুনরায় চোরাইবাড়িতে অসমের ২য় পুলিশি চেকিং গেটে একটি কন্টেনার গাড়ি থেকে উদ্ধার হল ২৬ কার্টুন নেশা জাতীয় কফ সিরাপ৷ মার বাজার ২৫ লক্ষ টাকা হবে বলে জানান চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি৷
বুধবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমান নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ৷ গাড়িটি অসম থেকে ত্রিপুরা যাচ্ছিল৷ চোরাইবাড়ি পুলিশের গেট ইনচার্জ প্রণব মিলি জানান, এ দিন ত্রিপুরায় পাড়ি দেবার উদ্দেশ্যে সামগ্রী বোঝাই একটি কন্টেনার গাড়ি চোরাইবাড়ি গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ৷ এতে বিভিন্ন সামগ্রী আড়াল থেকে এই নেশা জাতীয় ফেন্সিডিল উদ্ধার হয়৷ এ কান্ডে গাড়ি চালককে আটক করা হয়৷ তার নাম মহম্মদ ফয়েজ আহমেদ৷ বাড়ি উত্তর ত্রিপুরার সাঁঝাইবাড়িতে৷ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে তদন্ত করছে পুলিশ৷ চোড়াইবাড়ি পুলিশের এমন সাবল্যে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকরা৷