Barak Valley
চোরাইবাড়িতে ৫০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত, পলাতক চালক
অসম পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত
পাথারকান্দি : ফের পাচারের পথে বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল লরি বোঝাই ৫০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷ এ মর্মে চোরাইবাড়ি চেক গেটের ইনচার্জ প্রণব মিলি জানান, শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশের নাকা তল্লাশিতে এ সাফল্য আসে৷ এদিন ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা একটি অনলাইন সামগ্রী বহনকারী কন্টেনারে তল্লাশি করলে গাড়ির ভেতর বিভিন্ন গোপন খোপ থেকে ৯১ প্যাকেটে ৬৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়৷ কালোবাজারি মূল্য ৫০ লক্ষাধিক টাকা হবে৷ ওই অভিযানে গাড়ি চালক অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে সক্ষম হয়৷ পলাতক চালকের খোঁজ চলছে৷ অসম পুলিশের এহেন ঘন ঘন নেশাবিরোধী অভিযানে সন্তোষ ব্যক্ত করেছে জনগণ৷