চোর সন্দেহে পাথারকান্দিতে আটক যুবক
পাথারকান্দি : গত ক’দিন ধরে পাথারকান্দির বিভিন্ন এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে৷ বিশেষ করে চুরি হচ্ছে জলের মোটর৷ এতে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন এলাকার শান্তিপ্রিয় জনগণ৷ এসব চুরি কাণ্ড নিয়ে পাথারকান্দি পুলিশে একাধিক এজাহার দায়ের হয়েছে৷ তবুও আটকানো যাচ্ছে না চোরের দলকে৷ এরইমধ্যে শুক্রবার গভীররাতে চোর সন্দেহে এক যুবককে পাকড়াও করে স্থানীয় পুলিশের হাতে সমঝে দিলেন আছিমগঞ্জ পানিঘাটের জনতা৷
পুলিশের তদন্তকারী অফিসার জগদীশ রাভা জানান, জনতার হাতে ধৃত যুবকের নাম ফজির আহমদ৷ বাড়ি রাতাবাড়ির শিমুলতলায়৷ ওই রাতে ক’জন অপরিচিত যুবককে পানিঘাট গ্রামে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় ব্যবসায়ী সেলিম মালিকের সন্দেহ হয়৷ পরে তিনি এগিয়ে গেলে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ফজির৷ শেষে জমায়েত হন গ্রামের অন্যরা৷ শনিবার তাকে পুলিশি জিম্মায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷