Barak Valley
চৌধুরী আই ক্লিনিকের ব্যবস্থাপনায় করিমগঞ্জে ১০ মার্চ গ্লোকোমা সপ্তাহ উদযাপন
করিমগঞ্জ : বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে করিমগঞ্জ সম্ভুসাগর পার্ক সংলগ্ন চৌধুরী আই ক্লিনিকের উদ্যোগে আগামী ১০ মার্চ, রবিবার গ্লোকোমা রেলি বের করা হবে৷ গ্লোকোমা হচ্ছে একটি দীর্ঘস্থায়ী, প্রগতিশীল চোখের রোগ, যা দৃষ্টিক্ষেত্রের ক্ষতির দিকে পরিচালিত করে৷ এই রোগের ক্ষতিকারক দিক ও অন্ধত্ব প্রতিরোধ করতে প্রয়োজন সচেতনতা৷ তাই করিমগঞ্জ চৌধুরী আই ক্লিনিকের উদ্যোগে এই রেলির আয়োজন করা হয়েছে৷ রবিবার অনুষ্ঠেয় এদিনের রেলিতে করিমগঞ্জ শহরের সর্বস্তরের জনগণকে পথচলায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আই ক্লিনিকের কর্ণধার ড. এইচ কে চৌধুরী৷ উক্ত রেলিটি আগমী রবিবার সকাল ১০টায় শম্ভুসাগর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় নির্দিষ্ট স্থানে ফিরে আসবে৷