Barak Valley

জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জে ধুমধামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়৷ এবার জন্মাষ্টমী দু’দিন৷ শহরের মদন মোহন জিউর মন্দির, ইসকন, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ধর্মীয় স্থানে জন্মাষ্টমী পালন করা হয়৷ তবে অনেকের ঘরেও বুধবার জন্মাষ্টমী পালন করা হয়েছে৷

প্রতিবারের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বুধবার মদন মোহন আখড়ায় ‘কৃষ্ণ সাজো’ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন বিকেল ৪:৩০-টা নাগাদ প্রায় ৪০টি শিশুকে গোপাল সাজে মন্দিরে নির্দিষ্ট আসনে বসিয়ে মাতা যশোদা আরতি করেন ও ভোগ নিবেদন করেন৷

১৯৬২ সালে মুম্বাইতে জন্মাষ্টমীর দিন বিশ্বহিন্দু পরিষদ আত্মপ্রকাশ করে৷ তাই প্রতিবারের মতো এবারও ‘কৃষ্ণ সাজো’ অনুষ্ঠান করা হয়৷ পরে ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বৃহস্পতিবার সকাল ৭টায় গৌড়ীয় মঠে গো-পুজন করা হবে৷ রাত ৭টায় বিশেষ পূজা, কীর্তন ও অভিষেক৷ শুক্রবার সকাল ১০টায় নন্দোৎসব৷ দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে ভিএইচপি থেকে জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button