জবাইনপুরে স্বামীর দায়ের কোপে খুন স্ত্রী, জনতার হাতে ধৃত অভিযুক্ত, তদন্তে পুলিশ
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদরের নিকটবর্টী বাখরশালের জবাইনপুর গ্রামে আজ রবিবার সাতসকালে লোমহর্ষক এক খুনের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ জবাইনপুরের বাসিন্দা আবদুল সহিদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
সকালে ঘটনার খবর পেয়ে গ্রামের জনতা রক্তাক্ত গৃহবধূ জবা বেগমকে তার ঘর থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা গৃহবধূ জবাকে মৃত বলে ঘোষণা করেন।
পরবৰ্তীতে আইনি প্রক্রিয়ার জন্য মৃত জবার মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছ।
এদিকে স্থানীয় উত্তেজিত জনতা খুনে ব্যবহৃত দা সহ আটক করেন পত্নীহন্তা আবদুল সহিদকে। ইতিমধ্যে পুলিশ বাহিনী নিয়ে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়া জবাইনপুর গ্রামের ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা জনতার হাতে আটক পত্নীহন্তা আবদুলকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছেন।
প্রসঙ্গত, মৃত গৃহবধূ জবা বেগমের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।