জমা জল : ডিসি সকাশে করিমগঞ্জ কংগ্রেস
করিমগঞ্জ : ঘূর্ণিঝড় রেমালের সঙ্গে বন্যাতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ৷ জেলার ৩টি নদীর মধ্যে ক্রমশ জল বাড়ছে৷ ফলে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের ঘরে যেকোনও মুহূর্তে জল প্রবেশ করতে পারে৷ এহেন পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতা কামনা করে বুধবার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা৷ চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে অন্যান্য সুবিধা লাভে নদী তীরবর্তী এলাকার মানুষ যাতে কোনওভাবেই দুর্ভোগে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলাশাসকের সক্রিয়তা কামনা করেন কংগ্রেস সভাপতি৷
বুধবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে৷ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, সহ-সভাপতি হাফিজ বজলুর রহমান চৌধুরী, আবুল কালাম তাপাদার, এসসি সেলের চেয়ারম্যান নৃপেন্দ্রচন্দ্র দাস, NSUI রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তীরা জেলাশাসকের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন৷
একদিকে, রেমাল অন্যদিকে বন্যাতঙ্কে জেলার মানুষ আতঙ্কগ্রস্ত বলে জানান, কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী৷ বলেন, ইতিমধ্যে শহরের মানুষ কৃত্রিম বন্যার দুর্ভোগে পড়েছেন৷ অন্যদিকে, নদীর জল বাড়তে থাকায় ক্রমশ নদী তীরবর্তী এলাকার মানুষেরা বিপাকে পড়েছেন৷ তাছাড়া লঙ্গাই নদীর ভাঙনে দক্ষিণ করিমগঞ্জের বহু গ্রামের মানুষ যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা জেলাশাসককে অবগত করেন কংগ্রেস সভাপতি৷ রেল ও সড়ক পথের বেহাল অবস্থা কথা তুলে ধরে চাল-ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা এবং যাতে কোনওভাবেই সামগ্রীগুলির মূল্যবৃদ্ধি না হয় সে বিষয়ে নজর রাখতে জেলাশাসকের প্রতি আবেদন জানান, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী৷ নদীর জল সাধারণের বাসগৃহে যেকোনও মুহূর্তে প্রবেশ করতে পারে৷ ফলে ত্রাণ শিবির খুলে দেওয়া, বন্যার্তদের সহযোগিতায় প্রতিটি সার্কলকে সক্রিয় ভূমিকা গ্রহণ এবং সর্বোপরী SDRF বাহিনী, স্বাস্থ্য বিভাগ সহ জরুরী বিভাগের দ্বারা যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা লাভে জেলাশাসক মৃদুল যাদবের সহযোগিতা কামনা করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী৷