Barak Valley
জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা কাল হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি, ৯ অক্টোবর : জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা বরাক উপত্যকা সফরের কার্যসূচি নিয়ে বুধবার শিলচর আসছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট বন্টন করে শিলচর গিয়ে রাত কাটাবেন। বৃহস্পতিবার তিনি ফের হাইলাকান্দিতে এসে পড়ুয়াদের সাইকেল বন্টন করবেন। এরপর তিনি শিলচর গিয়ে রাত কাটিয়ে পরদিন শুক্রবার শিলচরে কার্যসূচিতে অংশ নিয়ে কলকাতা চলে যাবেন।