জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে জনগণকে ব্যবস্থা গ্রহণের আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ : ১৬মে জাতীয় ডেঙ্গু দিবসের অংশ হিসাবে, করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এ বছরের ডেঙ্গু দিবসের থিম হচ্ছে, ‘সম্প্রদায়ের সঙ্গে সংযোগ করুন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করুন’৷
এতে এই রোগ প্রতিরোধে সম্প্রদায়ের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং জানান, ডেঙ্গু জ্বর এডিস মশা দ্বারা ছড়ায়, এটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে৷ এই মশাগুলি সাধারণত গৃহস্থালির জিনিসগুলিতে পাওয়া স্থির জলে বংশবৃদ্ধি করে৷ তাই এই প্রজনন স্থানগুলিকে নির্মূল করা একান্ত আবশ্যক৷
ডেঙ্গুর প্রাদুর্ভাবকে নির্মূল করতে এবং গণ সচেতনতার অঙ্গ হিসেবে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব করিমগঞ্জের বাসিন্দাদের ১৬মে সকাল ১০টা থেকে ১০ মিনিট ড্রাইং ডে বা শুস্ক দিবস পালন করতে আহ্বান জানিয়েছেন৷
এতে জনগণের করণীয় বিষয়গুলি হচ্ছে, জলাশয় পরিষ্কার করা, জল রাখার পাত্র খালি করে ভালভাবে পরিষ্কার করা, ফুলদানিতে জল পরিবর্তন করুন এবং জলের ট্যাঙ্কগুলিকে ঢেকে রাখুন৷ স্থির জল অপসারণ করুন, কুলার, পাখির স্নান, নর্দমা এবং অন্যান্য বাইরের জিনিসগুলিতে স্থির জল সরিয়ে দিন৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যেসব পাত্রে জল জমা হয় ওই সব পাত্রের জমা জলে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে তাই পাত্রকে নিরাপদে নষ্ট করে দিন৷
এতে জেলা প্রশাসন থেকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই অভিযানকে সফল করে তুলতে আহ্বান জানানো হয়েছে৷ পাশাপাশি এই অভ্যাসগুলি প্রতিনিয়ত চালিয়ে যেতেও সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ যাতে এধরনের সচেতনতামূলক কার্যকলাপের মাধ্যমে ডেঙ্গু থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হয়৷