Barak Valley

জাতীয় প্রেস দিবসে নানা অনুষ্ঠান প্রেস ক্লাবের

করিমগঞ্জ : জাতীয় প্রেস দিবস পালন করতে যাচ্ছে প্রেস ক্লাব, করিমগঞ্জ৷ এ উপলক্ষে ১৬ নভেম্বর করিমগঞ্জের অতিরিক্ত আবর্ত ভবনে বেলা ১২টায় ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও একুশ শতক’ শীর্ষক আলোচনা চক্র থাকছে৷ আলোচনায় অংশ নেবেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট লেখক, ভাষা সেনানী সতু রায়৷

এ দিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন, শহিদ শ্রদ্ধা, প্রেস ক্লাব পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দক্ষিণ অসমের একমাত্র সাংবাদিক তথা প্রেস ক্লাবের সদস্য সহিদুল ইসলামকে স্মারক সম্মাননা প্রদান৷ উক্ত অনুষ্ঠানে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়৷

Show More

Related Articles

Back to top button