জাতীয় সড়কের বেহাল অবস্থা দেখলেন মিশন
করিমগঞ্জ : করিমগঞ্জ পৌর এলাকায় সড়কের চরম দুরবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন ASTC chairman মিশনরঞ্জন দাস৷ মঙ্গলবার দুপুরে তিনি সড়কের বেহাল অবস্থা পরিদর্শনের সময় স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং শীঘ্রই সড়কের সংস্কার কাজের আশ্বাস দেন৷ করিমগঞ্জ শহরের মধ্যভাগে জাতীয় সড়কের ভগ্নদশা নিয়ে তিনি সেখান থেকেই তিনি বিভাগীয় বাস্তকার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে মোবাইলে আলোচনা করেন৷ whatsapp-র মাধ্যমে সড়কের বেহাল দশার ভিডিও ফুটেজ ও ফটো বিভাগীয় বাস্তুকারের কাছে প্রেরণ করেন৷
মিশন জানান, শহরে জাতীয় সড়ক দিয়ে যানবাহন সহ সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন সৃষ্টি হচ্ছে৷ পুকুরসম গর্তের কারণে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে৷ অনেক পথচারী সহ যাত্রীদের দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন হতে হয়েছে৷ অথচ বেহাল সড়ক নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ নীরব৷ এসবের কোনও খোঁজখবর নেওয়া হয় নি৷ তাই অতিসত্বর সংস্কার কাজ শুরু করার জন্য বিভাগীয় বাস্তুকারকে বলেন, মিশনরঞ্জন দাস৷ তার কড়া মনোভাবের প্রত্যুত্তরে বিভাগীয় তরফ থেকে শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানানো হয়৷ এদিন সড়কের বেহাল দশা পরিদর্শনের সময় মিশনরঞ্জন দাসের সঙ্গে ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যরা৷