Barak Valley

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে করিমগঞ্জে অবরোধ জনতার

সুতারকান্দি জাতীয় সড়কের বেহাল অবস্থা

করিমগঞ্জ : অবশেষে ৩ মাস পর টাউন ইদগাহর সামনের জারজীর্ণ জাতীয় সড়ক নিয়ে সরব হলেন করিমগঞ্জ শহরবাসী৷ বুধবার প্রায় চার শতাধিক মানুষ পথ অবরোধ করেন ওই এলাকায়৷ মুহূর্তের মধ্যে বিশাল এলাকাজুড়ে ট্রাফিক সমস্যার সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেন পৌরপতি রবীন্দ্র দেব সহ এক এডিসি৷ খুব শীঘ্রই ওই এলাকায় কালভার্ট নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌরপতি৷

দীর্ঘ ক’মাস থেকে ভেঙে চৌচির হয়ে রয়েছে টাউন ইদগাহর সামনের সড়ক৷ বর্তমানে শহরবাসীর পক্ষে হেঁটে চলাচল করাও অসাধ্য হয়ে পড়েছে৷ অবশেষে বুধবার এই ভগ্নদশা সড়ক নিয়ে সরব হন প্রায় চার শতাধিক মানুষ৷ এ দিন ব্যারিকেড লাগিয়ে যান চলাচল বন্ধ করে দেন শহরবাসী৷ এতে মুহূর্তের মধ্যে গোটা শহরে ট্রাফিক সমস্যার সৃষ্টি হয়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছুটে আসেন রবীন্দ্র দেব৷ তার কাছে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী৷

পরে পৌরপতি উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলেন, এই এলাকায় জলের পাইপ ফেটে সড়কের এই অবস্থা হয়েছে৷ পাইপ বসানোর দায়িত্ব পৌরসভার৷ কিন্তু সড়কের দায়িত্ব আমাদের নয়৷ তারপরও আমরা শিলচর থেকে বিভাগীয় আধিকারিককে ডেকে এনে জায়গাটি দেখিয়েছি৷ খুব শীঘ্রই এই জায়গায় একটি কালভার্ট নির্মাণ করা হবে৷ সঙ্গে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য এ দিন রাতেই পাথর ফেলা হবে বলে জানান রবীন্দ্র দেব৷

Show More

Related Articles

Back to top button