Barak Valley

জাফরগঞ্জ স্কুলে রাধারমণ আশ্রম কমিটির সভা

বারইগ্রাম : ক্যানসার রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বারইগ্রামের ঐতিহ্যবাহী রাধারমণ আশ্রম কর্তৃপক্ষ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ এমর্মে বুধবার এক সভা অনুষ্ঠিত হয় জাফরগঞ্জ স্কুলে৷ আশ্রম কমিটির সভাপতি সুনীল পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কাছাড় ক্যানসার হাসপাতালের বরিষ্ট কর্মকর্তা কল্যাণ চক্রবর্তী সহ ডেপুটি ডিরেক্টর ডা. রীতেশ তাপকেরে বলেন, এখন থেকে আর ক্যান্সারের জন্য রোগীদের শিলচরে যেতে হবে না৷ বারইগ্রাম চেরাগী বাজারে অস্থায়ী সেন্টারে তাঁরা চিকিৎসা পরিষেবা লাভ করবেন৷ সভায় উপস্থিত ছিলেন ডা. রবি চন্দন, তরণী মন্ডল, বাহারুল ইসলাম, নিরঞ্জন দে, কামাল উদ্দিন, দিলীপ শর্মাচৌধুরী সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button