জেলা পরিষদের অন্তর্গত বাজার ও মীন মহালের দরপত্র আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত বাজার ও মীন মহালের দরপত্র আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জানিয়েছেন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট ১ বছরের জন্য করিমগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত বাজার ও মীন মহালের বন্দোবস্ত প্রদান করতে দরপত্র আহ্বান করা হয়েছে৷ এতে নিলামবাজার, কালীগঞ্জ বাজার, কাজিরবাজার, হাতিখিরা বাজার, ফকিরাবাজার, আনিপুর দৈনিক, পঞ্চায়েত বাজার, নিভিয়া বাজার, গান্ধাই বাজার, ছড়ারপার বাজার, গোবিন্দগঞ্জ বাজার, বাজারিছড়া বাজার ও শ্রীগৌরী বাজার এবং কাউদিঘি মীন মহাল ও সকাইতি মীন মহালের বন্দোবস্ত ওই এক বছরের জন্য প্রদান করার উদ্দেশ্যে এই দরপত্র আহ্বান করা হয়েছে৷ দরপত্র আগামী ১৫ জুন বেলা ২টা পর্যন্ত করিমগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে গ্রহণ করা হবে এবং ওইদিন বেলা ৩টায় দরপত্র প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হবে বলে জানানো হয়েছে৷ দরপত্র সংক্রান্ত বিশদ বিবরণ করিমগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে৷