জেলা সভাপতি সুব্রতকে লক্ষাধিক টাকার মুঠোফোন উপহার বিজয়ের
করিমগঞ্জ : লোকসভা নির্বাচনে দলের জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য পুরষ্কৃত হলেন করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সূব্রত ভট্টাচার্য৷ তাঁকে লক্ষাধিক টাকার একটি মুঠোফোন উপহার দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷
করিমগঞ্জ বিজেপির ‘Lucky Boy’ হিসাবে পরিচিত হয়েছেন সুব্রত ভট্টাচার্য৷ তিনি জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে ছোটবড়ো কোন একটি নির্বাচনেও পরাজয়ের মুখ দেখেনি করিমগঞ্জ বিজেপি৷ এমনকি তার নেতৃত্বে টানা দু’বার পৌরসভা দখল সহ জেলা পরিষদও দখল করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ বিজেপি৷
এবারের লোকসভা নির্বাচনে টিকিটের অন্যতম দাবিদার ছিলেন সুব্রত ভট্টাচার্য৷ মুখ্যমন্ত্রীর কৃপায় সংরক্ষণ মুক্ত হওয়ার পরও বাঙালি অধ্যুষিত এলাকায় টিকিট পেয়ে যান সেই কৃপানাথ মালাই৷ টিকিট বঞ্চিত হওয়ার পরও দলীয় প্রার্থীর জন্য দৌড়ঝাঁপ করেন সুব্রত৷ কৃপাকে জয়ী করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন তিনি৷ এতে জয়ীও হন কৃপা৷ যদিও তাঁকে ধন্যবাদ জানানোর মতো সৌজন্যতা দেখাননি কৃপা৷ তবে নির্বাচনের অক্লান্ত পরিশ্রমের জন্য বিজয় মালাকারের কাছ থেকে পুরষ্কৃত হয়েছেন সুব্রত৷ বৃহস্পতিবার তাঁকে সঙ্গে করে দোকানে নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার আইফোন দিয়েছেন বিজয়৷ আইফোন পেয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন সুব্রত৷