Barak Valley

ঝড়ে বিদ্যুৎহীন দক্ষিণ করিমগঞ্জ

নিলামবাজার : ভোটের মুখে টানা ২৪ ঘন্টা বিদ্যুৎহীন দক্ষিণ করিমগঞ্জ৷ দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী গ্রাহকরা৷

তাদের অভিযোগ শনিবার সন্ধ্যা রাতেই আবহাওয়া স্বাভাবিক ছিল৷ রাত ৮টায় হঠাৎ ঝড়ো হাওয়া বইতে থাকে৷ প্রায় আধঘন্টার ঝড়ো হাওয়ায় সবকিছু তছনছ করে দেয়৷ অনেক জায়গায় বিদ্যুৎ পরিবাহী লাইনের ওপর গাছপালা উপচে পড়ে ব্যাপক ক্ষতিসাধন করে৷ এতে বিদ্যুৎ পরিবাহী লাইনের তার ছিড়ে পড়েছে৷ রবিবার রাত ৯টা থেকে একটানা ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা নেই গোটা এলাকায়৷

এদিকে, নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের SDE ইলিয়াস আলি জানান, গতকাল রাতে মারাত্মক ঘূর্ণিঝড়ের ফলে প্রতিটি এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অসংখ্য জায়গায় লাইনের তার ছিড়ে পড়েছে৷ রবিবার সকাল থেকেই বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ করছেন৷ দু’একটি এলাকা ছাড়া সব জায়গায় পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন তিনি৷

Show More

Related Articles

Back to top button