ঝড়ে ব্যাপক ক্ষতি করিমগঞ্জে, স্তব্ধ বিদ্যুৎ পরিষেবা
করিমগঞ্জ : হয়তো অপ্রত্যাশিত নয়, তবু ভর চৈত্রেই কালবৈশাখীর তাণ্ডব৷ রবিবার রাতের এই ঘূর্ণিঝড় সহ প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে করিমগঞ্জ জেলায়৷ করিমগঞ্জ শহর, বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, নিলামবাজার সহ গ্রাম-শহর সর্বত্রই প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের৷ অনেকের বসতগৃহ ভূপতিত হবার পাশাপাশি বহু মানুষের ঘরের ছাউনি উড়ে যাবার খবর পাওয়া গেছে৷ স্থানে স্থানে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি শিলাবৃষ্টিতে কৃষকদের শাকসবজির চরম ক্ষতি হয়েছে৷ বেশ কটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় গত প্রায় ২৪ ঘন্টা ধরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷
বৃহত্তর পাথারকান্দি, রাতাবাড়ি, দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকায় করিমগঞ্জ ও দুল্লভছড়া সাব স্টেশনের ৩৩kv লাইন বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ জোগা বন্ধ থাকার খবর পাওয়া গেছে৷ তবে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ৷ এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন৷ সোমবার জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহের খবর পাওয়া গেছে৷