Barak ValleyBusiness

ঝাঁঝে নয়, দামে কাঁদাচ্ছে পেঁয়াজ, করিমগঞ্জে ৭০ পার

করিমগঞ্জ : শাক-সবজির মূল্য বৃদ্ধির সঙ্গে এবার পেঁয়াজের বাজারে আগুন৷ পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে মানুষ কাঁদছেন৷ সারা রাজ্যের সাথে এবার করিমগঞ্জের বাজারেও পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঘটেছে৷ কিন্তু খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নেই কোন ভূমিকা৷ করিমগঞ্জের ছন্তর বাজার, ঘাট লাইন বাজারের শাক-সবজির দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ শাক-সবজিতে যেন হাত দেওয়া যায় না৷ মূল্যবৃদ্ধির কারণে গ্রাহকের পকেট ফাঁকা হচ্ছে৷ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নেই কোনো ভূমিকা৷

গুয়াহাটিতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে৷ এই খবর চাউর হতেই করিমগঞ্জের বাজারেও পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হয়৷ এতদিন আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ছিল৷ কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে৷ প্রতিদিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে৷

ব্যবসায়ীরা জানান, ভালো পেঁয়াজের দাম ৭০ টাকা, পঁচা পেঁয়াজ ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে৷ সরকারি নিয়ম অনুযায়ী বাজারে সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে জেলা প্রশাসনের উপর, কিন্তু করিমগঞ্জের একটি বাজারেও এবার জেলা প্রশাসনের কোন ভূমিকা পালন করতে দেখা যায় নি৷ জেলা প্রশাসন সম্পূর্ণভাবে মূল্য বৃদ্ধির দিকে দৃষ্টি দিচ্ছে না বলে করিমগঞ্জবাসীর অভিযোগ৷

Show More

Related Articles

Back to top button