টিকা বাদ পড়া শিশুদের পোর্টালে রেজিস্ট্রেশনের আহ্বান
জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ জুলাই : হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য বিভাগের মিশন ইন্দ্রধনুষ ৫.০ কার্যসূচির আওতায় নিয়মিত টিকা থেকে বাদ পড়া শিশু ও গর্ভবতী মায়েদেরকে তিনটি রাউন্ডে টিকা দেওয়া হবে। প্রথম রাউন্ড আগস্টের ৭ তারিখ থেকে ১২ তারিখ, দ্বিতীয় রাউন্ড সেপ্টেম্বর মাসের ১১ থেকে ১৬ তারিখ এবং তৃতীয় রাউন্ড অক্টোবর মাসের ৯ থেকে ১৪ তারিখ এই কার্যসূচির ধার্য হয়েছে। জেলার নিয়মিত টিকা থেকে বাদপাড়া শিশু ও গর্ভবতী মায়েদেরকে মিশন ইন্দ্রধনুসের টিকা দিতে সংশ্লিষ্ট এলাকার আশা এবং এ এন এম দের সঙ্গে যোগাযোগ করতে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, মিশন ইন্দ্রধানুষ টিকার জন্য আগাম রেজিস্ট্রেশন করা যাবে। পোর্টেল U-WIN এ রেজিস্ট্রেশন করা যাবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে হলে শিশু অথবা গর্ভবতী মায়ের আইডেন্টিটি কার্ড লাগবে।উল্লেখ্য গুগুল প্লে স্টোর থেকে এই পোর্টাল ডাউনলোড করা যাবে।