Barak Valley
ট্রাফিক পুলিশকে ছাতা পাঁচগ্রাম বিজেপি যুব মোর্চার
পাঁচগ্রাম : বদরপুর ট্রাফিক পুলিশকে ছাতা ও সর্বসাধারণের মধ্যে সরবত বিতরণ করল বিজেপি যুব মোর্চার পাঁচগ্রাম মণ্ডল কমিটি৷ রবিবার কমিটির সদস্যরা প্রথমে বদরপুর ট্রাফিক পুলিশের হাতে প্রায় ২০টি ছাতা তুলে দেয়৷ পরে বদরপুর হনুমান মন্দির প্রাঙ্গণে প্রায় হাজার লোকের মধ্যে সরবত বিতরণ করা হয়৷