‘ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী আজও প্রাসঙ্গিক’-অভিমত বক্তাদের
করিমগঞ্জ : ‘মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর’-ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণী যেন রবিবার করিমগঞ্জের জেলা সদরে সর্বত্র চোখে পড়েছে৷ লোকে লোকারণ্য ছিল করিমগঞ্জ সদর৷ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয় করিমগঞ্জে৷ শনিবার করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠানের সূচনা হলেও রবিবার ছিল মূল অনুষ্ঠান৷ সমবেত মাঙ্গলিক নহবতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ পরে উষা কীর্তন সহ ঠাকুরের বিগ্রহ নিয়ে করিমগঞ্জ শহর পরিক্রমা করেন ভক্তরা৷ সঙ্গে ছিল বিভিন্ন ট্যাবলোও৷
লালপাড় শাড়িতে অসংখ্য মহিলা শোভাযাত্রায় অংশ নেন৷ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির স্থাপন হচ্ছে তাই ১টি ট্যাবলোয় ছিল জীবন্ত রাম, লক্ষণ, সীতা ও শ্রীকৃষ্ণের সাজে ছিল কচিকাঁচারা৷ সঙ্গে ছিল ডান্ডিয়া নৃত্য, মণিপুরি নৃত্য, উপজাতি সম্প্রদায়ের ব্যান্ড৷ অন্তত পাঁচ শহস্রাধিক লোক শোভাযাত্রায় অংশ নেন৷ এদিন দুপুরে করিমগঞ্জ কলেজের মাঠে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন৷ ছিল ধর্মসভা৷ বিষয় : ‘দেব-দেবতা হাজার ধরি আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নৈহাত ভয়৷ ঠাকুর প্রেমী বক্তারা এ বিষয়ে আলোকপাত করেন৷ বলেন, শত বছর আগে ঠাকুর যেসব বাণী দিয়ে গেছেন, তা যেন আজও বাস্তবিক৷ ঠাকুর বলেছিলেন–অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না৷ ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেই তোমার ইন্দ্র নয়, ঠাকুরও নয়৷ ফাঁকি দিলেই পেতে হবে তা৷ অর্থাৎ টাকা, পয়সা, কিংবা মানসম্মান, যশ এসব কিছু পাওয়ার জন্য ঠাকুরের নাম স্মরণ করে লাভ নেই৷ নিঃস্বার্থভাবে তাঁর নাম স্মরণ করলে ঠাকুর সব আশাই পূরণ করে দেন৷
আলোচনার সভার শেষ লগ্নে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানানো হয়৷ সেই সঙ্গে করিমগঞ্জের বেসরকারি নার্সিংহোমের মালিক পৌলম চন্দকেও উত্তরীয় দিয়ে বরণ করেন উৎসব কমিটির সদস্যরা৷ আলোচনা সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ বলেন, ঠাকুরের বাণী সর্বত্র প্রচার হোক, যাতে মানুষ আরও বেশি করে ইষ্টূর প্রতি আসক্ত হন৷ রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার আগাম দীপাবলি পালন করার জন্যও আহ্বান জানান বিধায়ক৷ ধর্ম সভার পর বিনতি প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷ এদিন উৎসব উপলক্ষে করিমগঞ্জ কলেজের মাঠে একটি অস্থায়ী মণ্ডপ ও মন্দির নির্মাণ করা হয়৷