ঠাণ্ডাপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোতে, গুরুতর আহত বৃদ্ধ
বদরপুর : এক মারাত্মক দুর্ঘটনা ঘটল বদরপুর ঠাণ্ডাপুরে৷ ঝড়-তুফান ছাড়া হঠাৎ করে একটি বৈদ্যুতিক খুঁটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোর উপর ভেঙে পড়ল৷ এতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ৮০ ঊর্ধ্ব এক ব্যক্তি৷
আজ সকাল ৯:১৫ নাগাদ কালাইন থেকে AS 11 EC 6365 নম্বরের একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠাণ্ডাপুর থামে৷ সেখানে অটো যাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন চালক৷ তখন হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর উপরে৷ খুঁটির আঘাত লাগে বৃদ্ধ রুকন উদ্দিনের মাথায়৷ তিনি মারাত্মকভাবে জখম হন৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক শিলচর মেডিক্যালে প্রেরণ করেন৷
এ দিকে, দুর্ঘটনার জন্য সরাসরি বিদ্যুত বিভাগকে দায়ী করেন রুকন উদ্দিনের ছেলে আলি আমিন৷ তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটিটি ছিল নিম্নমানের৷ তাই হঠাৎ করে এটি এভাবে ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে আসে পাঁচগ্রাম পুলিশ৷ পুলিশ প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে৷ সৌভাগ্যক্রমে অটো রিকশার ভেতরে অন্য যাত্রী ছিলেন না৷