EducationBarak Valley
ডিগ্রি ছাত্র ভর্তি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল করিমগঞ্জ ABVP
করিমগঞ্জ : বুধবার ABVP করিমগঞ্জ ইউনিট ডিগ্রি ভর্তিতে করিমগঞ্জ কলেজের এইচএস পাস ছাত্রদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানায়৷ এ জন্য তারা করিমগঞ্জ কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করেন৷ দেখা যাচ্ছে করিমগঞ্জ কলেজের অনেক শিক্ষার্থী তাদের নিজস্ব কলেজে চান্স পাচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে মনোযোগ দিচ্ছে না৷ আসন পর্যাপ্ত না হলে ডিগ্রি আসনের ক্ষমতা বাড়ানোর দাবি ABVP-র৷ আর তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন করতে বাধ্য৷ এছাড়াও তারা কলেজ ছাত্রদের OBC NCL শংসাপত্রের দ্রুত অনুমোদনের বিষয়ে করিমগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছে৷