ডিভাইডারে গাড়ির ধাক্কা
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পেট্রোল পাম্প পয়েন্ট৷ প্রতিদিন শতাধিক গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে৷ শহরতলি বাইপাস পয়েন্ট থেকে পেট্রোল পাম্প পয়েন্ট পর্যন্ত চওড়া হচ্ছে রাস্তা৷ পেট্রোল পাম্প পয়েন্টে বসানো হয়েছে ডিভাইডার৷ সিমেন্টের খুঁটিতে লোহার রড বসিয়ে দায়িত্ব সারে পূর্ত বিভাগ৷ শহরের প্রাণকেন্দ্রে এরকম ডিভাইডার দেখে আপত্তি জানিয়েছিলেন পৌরপতি রবীন্দ্র দেব৷ বলেছিলেন, যেহেতু পেট্রোল পাম্প পয়েন্ট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তাই প্রয়োজনে পৌরসভা তাই পৌরসভা সেই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করে দেবে৷
পেট্রোল পাম্প পয়েন্টে রাস্তার মাঝখানে লোহার রড দিয়ে ডিভাইডার বসানোর পর সেগুলোকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়েছিলেন সেই এলাকার নাগরিক রাহুল পাল৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাতে যখন গাড়ি আসবে, সে সময় ডিভাইডার চোখে পড়বে না৷ রবিবার সেই আশঙ্কা সত্য প্রমানিত হয়৷ সন্ধ্যার পর মাহিন্দ্রা কোম্পানির একটি গাড়ি ডিভাইডার ভেঙে উপরে উঠে যায়৷ সেই সময় সেখান দিয়ে আসছিল একটি ট্র্যাভেলার৷ ভাগ্যিস, দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়নি৷ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল৷