ডিমাপুরে নাগা জঙ্গির গুলিতে নিহত ভাঙ্গার ব্যবসায়ী
বদরপুর : নাগল্যান্ডের ডিমাপুর সহ অন্যান্য স্থানে বিভিন্ন সময়ে বর্হিরাজ্যের ব্যবসায়ীরা নাগা জঙ্গিগোষ্ঠীর ক্যাডারের গুলির শিকার হন৷ শুক্রবার ফের এধরনের ঘটনা সংঘটিত হয়৷ এদিন রাত প্রায় ১০টায় অজ্ঞাত নাগা জঙ্গির গুলিতে প্রাণ হারান করিমগঞ্জ জেলার ভাঙ্গার মহাকল এলাকার বাসিন্দা আব্দুল কায়ুম তালুকদার (৬০)৷ ঘটনাটি ঘটেছে ডিমাপুর শহরের ব্যস্ততম নিউ মার্কেটের Axis Bank-র সামনে৷
আব্দুল কায়ুম তালুকদার নিউ মার্কেটের এলাকার গাওবুড়া৷ ডিমাপুরে রয়েছে তাঁর দীর্ঘদিনের ব্যবসা৷ শুক্রবার রাত ১০টায় নিউ মার্কেটের Axis Bank-র সামনে কোন কাজে গিয়েছিলেন আব্দুল কায়ুম৷ ওই সময় অজ্ঞাত নাগা জঙ্গির ছোড়া গুলিতে নিহত হন তিনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিমাপুর পুলিশ৷ তাঁরা রক্তাক্ত অবস্থায় আব্দুল কায়ুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গেছে, এদিন আততায়ী পেছন দিক থেকে এসে কায়ুমের পিঠে গুলি মেরে পালিয়ে যায়৷ গুলি কায়ুমের পিঠে ঢুকে বুক ফুঁড়ে বেরিয়ে যায়৷