Barak Valley

ডিলিমিটেশন : নির্বাচন কমিশনকে স্মারকপত্র নাগরিক অধিকার সুরক্ষা যৌথ মঞ্চের

করিমগঞ্জ : ডিলিমিটেশন খসড়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দাবি ও আপত্তি সংক্রান্ত স্মারকপত্র প্রেরণ করল নাগরিক অধিকার সুরক্ষা যৌথমঞ্চ৷ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ৬ দফা দাবি সম্বলিত স্মারকপত্র মঙ্গলবার তুলে দেওয়া হয় করিমগঞ্জের জেলাশাসকের হাতে৷

এতে উল্লেখ রয়েছে, জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে দুটি বিধানসভা আসন কমিয়ে দেওয়া হয়েছে৷ বদরপুর শহর বর্তমানে কাছাড় জেলা প্রশাসনের আওতাধীন৷ অথচ খসড়া তালিকায় করিমগঞ্জ শহরকে বদরপুর বিধানসভা আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে৷ বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে স্মারকপত্রে৷ পাথারকান্দি বিধানসভা আসন বিলুপ্তি নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে৷

নাগরিক অধিকার সুরক্ষা যৌথমঞ্চের তরফে বলা হয়েছে ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিধানসভা আসনগুলো যথেচ্ছভাবে ভৌগোলিক সীমা নির্ধারণ করা হয়েছে৷ জনসংখ্যা বৃদ্ধির বিষয়কে কোনও গুরুত্ব না দিয়ে অগণতান্ত্রিক ও অবৈজ্ঞানিক ভাবে ডিলিমিটেশন করা হয়েছে৷ জনসংখ্যা বৃদ্ধির বিষয়কে কোনও গুরুত্ব না দিয়ে অগণতান্ত্রিক ও অবৈজ্ঞানিক ভাবে ডিলিমিটেশন করা হয়েছে৷ বদরপুর বিধানসভা কেন্দ্র, উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থান নিয়েও প্রচুর কাটাছেঁড়া করা হয়েছে৷

উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক সুব্রত কুমার পাল, বিশিষ্ট আইনজীবি জ্যোতিষ পুরকায়স্থ ও জ্যোতির্ময় দাস, আতিকুল বারি চৌধুরী, সুলেখা দত্ত চৌধুরী, রজত চক্রবর্তী, তাপস পুরকায়স্থ, আব্দুল কালাম তাপাদার, হোসেন আহমদ চৌধুরী, নন্দন নাথ, নন্দকিশোর বণিক, বদরুল হক, বজলুল হক চৌধুরী, আহমেদুর রহমান তাপাদার, শ্রীদীপ ভট্টাচার্য প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button