Barak Valley

ডিলিমিটেশন : নির্বাচন কমিশনে স্মারকপত্র সিদ্দেক আহমদের

করিমগঞ্জ : ডিলিমিটেশনে খসড়ার প্রতিবাদ জানিয়ে দাবি আপত্তি সংবলিত এক স্মারকপত্র নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পাঠালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ৷ সোমবার ৬টি সংগঠনকে সঙ্গে নিয়ে বিধায়ক আহমদ করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেবের হাতে স্মারকপত্র তুলে দেন৷

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দেক আহমদ বলেন, এই ডিলিমিটেশনের মাধ্যমে দু’টি জাতিকে বিভক্ত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে৷ নির্বাচন কমিশন একেবারে অযৌক্তিকভাবে বরাক উপত্যকার দু’টি আসন কমিয়ে দিয়েছে৷ জনসংখ্যার অনুপাতে যেখানে বরাক উপত্যকায় আসন বাড়ার কথা সেখানে দু’টি আসন কমিয়ে দেওয়া হয়েছে৷ এটা বরাকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ৷

পাশাপাশি এই ডিলিমিটেশনে কোনও ধরনের ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব না দিয়েই এক কেন্দ্রের জনগণকে অন্য কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এক কেন্দ্রে ২ লক্ষ ভোটার আর অন্য কেন্দ্রে ৩ লক্ষেরও বেশি ভোটার রেখে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে৷ এ সবের প্রতিবাদ জানাতে এবং বরাক উপত্যকার আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে আজ নির্বাচন কমিশনের উদ্যেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে বলে জানান সিদ্দেক আহমদ৷

Show More

Related Articles

Back to top button