Sports
ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল
নয়াদিল্লি: ভারতীয় দলের জন্য একটি দুঃখের খবর।ভারতীয় দলের তারকা ক্রিকেটার ডেঙ্গি আক্রান্ত হলেন। ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার মাঠে নামার কথা রোহিতদের।
আর মাঠে নামার আগেই ভারতীয় তারকা অসুস্থ হয়ে পড়েছেন ডেঙ্গিতে।
খবর অনুযায়ী, স্বাভাবিকভাবেই বিশ্বকাপ যাত্রা শুরুর একদিন আগে নতুন করে মাথাব্যথা শুরু হলো রোহিত শর্মার জন্য বা দলের জন্য।
খবর যেটুকু পাওয়া গিয়েছে সে অনুযায়ী, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বেড়ে যায়। দ্রুত তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায়, শুভমান গিল ডেঙ্গি পজেটিভ।