Barak Valley
তফশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ
জনসংযোগ, করিমগঞ্জ : অসম দক্ষতা বিকাশ মিশন থেকে PMAJAY অধীনে তফশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এনিয়ে করিমগঞ্জের দক্ষতা বিকাশ প্রশিক্ষণের District Programme Manager জানিয়েছেন, ২০২৪-২৫ সালের প্রশিক্ষণের জন্য গুয়াহাটির নর্থ ইস্ট স্টিল সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷ এতে Retails Services, Hospitality, House Keeping, Food & Beverage, Beauty & welness বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ এই প্রশিক্ষণের জন্য তফশিলি জাতি প্রার্থীদের বয়স ১৮-২৫ বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ এবং আড়াই লক্ষ টাকার নিচে আয়ের প্রমাণ পত্র থাকতে হবে৷ আবেদনের বিস্তারিত বিবরণের জন্য 9854075031 চলভাষ নম্বরে যোগাযোগ করা যেতে পারে৷