Barak Valley

তামিলদের পরম্পরাগত পোশাকে চমক কৃপার

করিমগঞ্জ : ইউপি-বিহার কিংবা বাঙালির পোশাক নয়৷ পরেননি শার্ট প্যান্ট৷ পরম্পরাগত তামিলদের লুঙ্গি পরে মনোনয়ন জমা দিতে এসে নজর কাড়লেন করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা৷ পোশাক সাধারণত সেই অঞ্চলের মূল্যবোধ, রীতিনীতিকে প্রতিফলিত করে৷ তামিল পুরুষরা প্রায়ই ভেস্টি এবং সত্তাই পড়েন৷ অর্থাৎ শার্টের সঙ্গে লুঙ্গি এবং একটি অঙ্গ-বস্ত্র তামিল পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের প্রতীক৷ এরই অনুকরণে পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন করিমগঞ্জের বিজেপি প্রার্থী৷ কৃপানাথ মালা মূলত উত্তর প্রদেশের জারিয়া সম্প্রদায়ের লোক৷ বরাক উপত্যকায় ২ লক্ষাধিক বাগানি ভোটার রয়েছেন৷ তার মধ্যে ৩৫ হাজার ভোট জারিয়া সম্প্রদায়ের৷ নিজের জাতি কিংবা ভোটারদের পছন্দের পোশাক না পরে তামিলনাড়ুর পরম্পরাগত পোশাক পরে মনোনয়ন দাখিল যে নিছক চমক সৃষ্টি ছিল তাতে কোনও সন্দেহ নেই৷

পোশাকের বিষয়ে বিজেপির প্রার্থী কৃপানাথ মালাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তামিলরা এ ধরনের পোশাক পরে পূজা করেন৷ তাই এ পোশাকের প্রতি আকৃষ্ট হয়েই মনোনয়ন জমা দিতে এসেছেন, অন্য কিছু নয়৷ মনোনয়ন জমা দিতে যাতে তাকে অধিক সুন্দর দেখায় তাই চুলে রং লাগিয়েছেন বলে ঘনিষ্ঠরা জানান৷

মনোনয়ন জমা দেওয়ার আগে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী তার বক্তব্যে জয় সুনিশ্চিত বলে উল্লেখ করেন৷ বলেন, এই ভোট নরেন্দ্র মোদির ভোট৷ করিমগঞ্জ থেকে জয়ী হয়ে মোদির হাত শক্ত করবেন তিনি৷

Show More

Related Articles

Back to top button