Barak Valley
হাইলাকান্দিতে ধেমাজী কান্ডের শহীদ স্মরণ

জনসংযোগ, হাইলাকান্দি : ২০০৪ সালে ধেমাজী বোমা বিস্ফোরণে শহীদদের প্রতি বুধবার হাইলাকান্দিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই উপলক্ষে জেলার সরকারি কার্যালয় গুলিতে অহিংস নীতি নিয়ে জাতীয় সংহতি সুদৃঢ় করার অঙ্গীকার করতে পুনরায় শপথ গ্রহণ করা হয়। জেলা আয়ুক্তের সভাকক্ষে আধিকারিক ও কর্মচারীদের সমবেত শপথবাক্য পাঠ করান ডিডিসি এলডার্ড ফারহীন। এই উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শহীদদের স্মরণ করা হয়।