তিনদিনব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান বদরপুর মহাকলের রবীন্দ্র ভবনে
ভাঙ্গা : বিধানসভা এলাকার সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর উন্নয়ন খন্ড কার্যালয়ের সামনে থাকা নবনির্মিত অডিটোরিয়াম হলের রবীন্দ্র ভবনে৷ আগামী ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান৷ অনুষ্ঠানে থাকবে এলএসি পর্যায়ে রবীন্দ্র সংগীত, নৃত্য ও ধামাইল প্রতিযোগিতা৷
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য ও বদরপুর ব্লকের BDO সামসুল আলম চৌধুরী একথা জানান৷
তাঁরা জানান, বদরপুর বিধানসভার ১৭টি জিপি থেকে নির্বাচিত ১ম পর্যায়ে বিজয়ী সঙ্গীত শিল্পী ও নিত্যশিল্পীদের, ২য় পর্যায়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে সার্বিক সুবিধার ক্ষেত্রে বদরপুর ব্লক ক্যাম্পাস স্থিত রবীন্দ্র ভবনে অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাই আগামী ১৬-১৮ ডিসেম্বর ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠিত হবে৷ এতে প্রতিযোগী শিল্পী ছাড়াও সংস্কৃতি প্রেমী, অভিভাবক মহলের উপস্থিত থাকার অনুরোধ জানান BDO সামসুল আলম চৌধুরী৷