Barak Valley

তীব্র গরমে পথচারীদের বিনামূল্যে পানীয়-শরবত বিতরণ বদরপুরের বিভিন্ন সংগঠনের

বদরপুর : তীব্র গরমে পথচারীদের একটু প্রশান্তির জন্য বিনামূল্যে পানীয় ও শরবত বিতরণ করল বদরপুর বাজার কমিটি, বদরপুর হ্যাপি ক্লাব, বদরপুর ই-রিকশা অ্যাসেসিয়শন সহ বদরপুরের যুব সমাজ৷ এই উদ্যোগের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যের পুলিশ সঞ্চালক জিপি সিং সাধুবাদ জানান৷ এদিন তৃষ্ণার্ত গাড়ি চালক, রিকশা চালক, অটো চালক, পথচারীদের বিনামূল্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়৷ পানীয় পেয়ে শ্রমজীবী ও চালকরা খুশি ব্যক্ত করেছেন৷ বদরপুর ই-রিকশা অ্যাসেসিয়শনের সভাপতি আব্দুল কালাম বলেন, তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশা চালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস৷

উল্লেখ্য, তীব্র দাবদাহে অতিষ্ঠ বদরপুরের জনজীবন৷ এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন৷ তীব্র দাবদাহ উপেক্ষা করেই মাঠেঘাটে কাজ করছেন তারা, চালাচ্ছেন রিকশা, অটো, ঠেলাগাড়ি৷ প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না৷ বদরপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে৷ বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ৷ অল্পতেই হাঁপিয়ে উঠেছে শ্রমজীবী মানুষরা৷ সব মিলিয়ে জীবনযাত্রায় প্রভাব ফেলেছে এই তাপ প্রবাহ৷ বদরপুরে যাদের রোজের আয়ে দিন চালাতে হয় তারা কাজ না করতে পারায় বেগ পেতে হচ্ছে বেশ৷ এক দিনমজুর জানান, প্রচণ্ড গরমে কাজে নামতে পারছেন না, কাজ পেলেও আগের মতো করতে না পারায় মজুরিও কম পাচ্ছে৷ শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখনও অসহনীয় অবস্থায়৷ আবার ঘরের ভেতরেও শান্তি নেই৷ শরীরে জলের ঘাটতি দেখা দেওয়াই অনেকে অসুস্থ বোধ করছেন৷ গুগলের তথ্য অনুযায়ী বদরপুরে ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস৷

Show More

Related Articles

Back to top button