Barak Valley

তৃতীয় দিনেও বিসর্জনে লোকে লোকারণ্য

করিমগঞ্জ : বৃহস্পতিবার ৩য় দিনেও বিসর্জনে লোকে লোকারণ্য হয়ে পড়ে সীমান্ত জেলা সদর৷ শহরে ঐতিহ্যবাহী ২টি ক্লাবের সুবর্ণজয়ন্তী পুজোর প্রতিমা বিসর্জন করা হয়৷ শহরের ইয়ুথ স্কোয়ার ক্লাবের বিশাল শোভাযাত্রা প্রধান প্রধান পথ পরিক্রমা করে৷ ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়৷ ঢাকির দল, মণিপুরি ব্যান্ড, মহিলাদের সমবেত নৃত্যের সঙ্গে ছিল মায়ের প্রতিমা নিয়ে বেশ ক’টি ট্যাবলো৷ বিভিন্ন গানের সঙ্গে সাওয়ার ডান্স ছিল মূল আকর্ষণ৷ ইয়ুথ স্কোয়ার ক্লাবের তরফে অশোক দেব, তাপস পুরকায়স্থ, নির্মল বণিকরা শোভাযাত্রা নিয়ন্ত্রণ করেন৷ ঘাটলাইন থেকে এওসি পয়েন্ট হয়ে শোভাযাত্রা বিসর্জন ঘাটে পৌঁছায়৷

অন্যদিকে সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাব কুশিয়ারকুলের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে৷ গাড়িতে মায়ের প্রতিমার সঙ্গে ছিল ঢাকি, মহিলা ব্যান্ড৷ সবথেকে আকর্ষণ ছিল ছৌনাচ৷ কুশিয়ারকুল ক্লাবের কর্মকর্তারা বাঙালি সংস্কৃতি তুলে ধরেন বোধন থেকে বিসর্জন পর্যন্ত৷ ক্লাবের থিম যেমন ছিল রবীন্দ্রনাথের সৃষ্টিকে ঘিরে তেমনি বিসর্জনে বাংলা গানের সঙ্গে শহরের শিল্পীরা রাজপথে নৃত্য পরিবেশন করেন৷ অন্যদিকে, একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা৷ ক্লাবের তরফে উপপৌরপতি সুখেন্দু দাস, পিণাক দেব, অসিত দেব, নির্ঝরকান্তি পাল, রঞ্জিত চৌধুরীরা অন্তত সুন্দর ও সুশৃঙ্খলভাবে শোভাযাত্রা নিয়ন্ত্রণ করেন৷

অন্যদিকে, শহরের ষ্টেশন রোড, ইএন্ডডি কলোনি, রায়নগর সর্বজনীন পুজোর প্রতিমা বিসর্জন করা হয় বৃহস্পতিবার৷ বিশাল সংখ্যক মানুষেরা শোভাযাত্রায় অংশ নেন৷ তবে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর তৎপরতা ছিল এদিন লক্ষ্যণীয়৷

Show More

Related Articles

Back to top button