Barak Valley

ত্রিপুরায় ৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিমগঞ্জের তিন বাসিন্দা

চুড়াইবাড়ি : উত্তর ত্রিপুরার বাগবাসায় ৫ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ অসমের বাসিন্দা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার রানিবা‌ড়ি গ্রা‌মের বাসিন্দা আব্দুল মাতাব ও জনাব আলি এবং রাতাবাড়ির বুরহান উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।

উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ আজ নম্বর বিহীন একটি বলেরোর গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে তিন মাদক পাচারকারীর হেফাজত থেকে ৫৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গাড়ি সহ ধৃত তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ অফিসাররা।

ধৃতদের প্রাথমিক স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, মাদক ট্যাবলেটগুলি অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে তারা ত্রিপুরায় প্রবেশ করেছিল। ট্যাবলেটগুলি মায়ানমার থেকে সংগ্রহ করা হয়েছিল, জানান তিনি।

ধৃত আব্দুল মাতাব, বুরহান উদ্দিন এবং জনাব আলির বিরুদ্ধে বাগবাসা থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

Show More

Related Articles

Back to top button