ত্রিপুরা থেকে হরিয়ানায় পাচারের পথে অসমের চুড়াইবাড়িতে তিন কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত দুই

বাজারিছড়া : ত্রিপুরা থেকে হরিয়ানায় পাচারের পথে প্রায় তিন কোটি টাকার নিষিদ্ধ গাঁজা বোঝাই ১২ চাকার লরি ধরা পড়েছে অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে। এ কাণ্ডে লরি চালক ও সহ-চালককেও আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে পিবি ৬৫ এভি ৭৪৯৬ নম্বরের রবার শিট বোঝাই একটি লরি বাজারিছড়ার চুড়াইবাড়িতে পৌঁছলে তাতে দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। তালাশি চালিয়ে রবার ভর্তি ৪৩৯ বস্তার ভিতর ১,৩১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। যার কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা।
গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে লরি চালক ও সহ-চালককে। তাদের নাম যথাক্রমে বলবীর সিং ও বিজয় কুমার। উভয়ের বাড়ি পাঞ্জাবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান প্রণব মিলি।