ত্রিস্তরিয় সুরক্ষা ব্যাবস্থায় করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিত : জেলা নির্বাচন আধিকারিক
করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক এক প্রেস বার্তায় জানিয়েছেন, ২৭ এপ্রিল সকালে ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা আসনের অবজার্ভার, রিটার্নিং অফিসার, প্রতিদ্বন্দী প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে করিমগঞ্জ জেলার ৪ টি বিধানসভা কেন্দ্র অনুসারে ইভিএম স্ট্রংরুমগুলি দুইটি তালা বন্দ পদ্ধতিতে সিল করা হয়েছে।
এতে করিমগঞ্জ কলেজের ইভিএম স্ট্রংরুমগুলির ২৪ ঘন্টা নজরদারির জন্য ৬০টিরও বেশী নজরদারি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি, রয়েছে ত্রিস্তরিয় সুরক্ষা ব্যাবস্থা। এতে প্রথম চক্রে সিআরপিএফ জোয়ানদের পুরো ব্যাটেলিয়নের বেষ্টনী, দ্বিতীয় চক্রে আসাম পুলিশ ব্যাটেলিয়ন জোয়ান ও তৃতীয় চক্রে আসাম পুলিশের ২৪ ঘন্টা নজরদারির শক্ত প্রাচীর গড়ে তুলা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক নিয়োগ করে প্রতিদিন সকাল-সন্ধ্যা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরিদর্শন চলছে। স্ট্রং রুমের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাবস্থা করা হয়েছে ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পাশেই রয়েছে ২৪ ঘন্টা কার্যকরী কন্ট্রোল রুম যেখানে প্রতিদ্বন্দী প্রার্থীর এজেন্টদের তদারকির ব্যাবস্থা রয়েছে। এছাড়া স্ট্রং রুমের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে অগ্নি নির্বাপক সরঞ্জাম, বন্যা প্রতিরোধী ব্যাবস্থা, আগমন ও প্রস্থানের লগবুক এবং ভিডিও ক্যামেরা।