Barak Valley
দক্ষিণ হাইলাকান্দিতে পশু খাদ্যের ঘাসের চারা বন্টন
জনসংযোগ, হাইলাকান্দি, ৪ আগস্ট: দক্ষিণ হাইলাকান্দি ও কাটলীছড়া ব্লকে পশু খাদ্যের জন্য উন্নত জাতের অধিক ফলনশীল ঘাসের চারা বন্টন করা হয়েছে। কাটলীছড়া ভেটেনারি ডিসপেন্সারিতে ওই ব্লকের ৪১ জন চাষীর হাতে এবং দক্ষিণ হাইলাকান্দি ব্লকের ২৭ জন চাষীর হাতে এই চারা তুলে দেওয়া হয়। ভেটেনারি বিভাগের উদ্যোগে ন্যাশনাল লাইভ স্টক মিশন কর্মসূচির অধীনে এতে একেকজন চাষীর হাতে ১৪০টি করে ঘাসের চারা ১২ কেজি করে সার এবং এক প্যাকেট করে কীটপতঙ্গ প্রতিরোধী ঔষধ তুলে দেওয়া হয়। সামগ্রীগুলি সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন বিভাগীয় কর্মকর্তাগণ। বুধ ও বৃহস্পতিবার এই সামগ্রী বন্টন করা হয়