সলগই বাজারে দু’টি লরির সংঘর্ষে গুরুতর আহত ১

সলগই : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর সলগই বাজারে আজ শনিবার ভোর চারটা নাগাদ দুটি পণ্যবোঝাই ১২ চাকার ট্রাকের মধ্য সংঘটিত সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন এক চালক। আহত ট্ৰাক চালককে ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা প্রশান্ত নাথ (২৫) বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, আজ ভোরে এনএল ০১ জি ৭১১৬ নম্বরের পল্ট্রির দানা বোঝাই একটি লরি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাওয়ার পথে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের সলগই বাজারের জনৈক বাবুল কৈরির কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সে সময় পেছনের দিক থেকে আগত এএস ০১ এফসি ৩৩১৭ নম্বরের ত্রিপুরাগামী আরেকটি সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি দানা বোঝাই দণ্ডায়মান লরিটির পেছনে অর্তকিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
এতে দ্বিতীয় লরির সামনের অংশ প্রথম লরির পেছনে ঢুকে যায়। ফলে লরির চালক পা ভেঙে সিটের পাশে ফেঁসে যান। স্থানীয় ভিডিপি কর্মী মঙ্গল কৈরি, গৌতম বৈদ্য, দেওরাজ তেলি, চম্পক বৈদ্য , সুজন খান, প্রণয় বৈদ্য সহ মুন্না কেঁওটরা খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছে গুরুতর আহত লরি চালককে উদ্ধারের জন্য এসকেভেটর (জেসিবি) এনে দুটি লরিকে বিভক্ত করে চালককে উদ্ধারের কাজে হাত দেন।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ছুটে যায় বাজারিছড়া থানার পুলিশ। শেষে উভয় দলের প্রচেষ্টায় লরি থেকে সিমেন্টের বস্তা নামিয়ে তিনটি জেসিবি দ্বারা দুটি লরিকে আলাদা করে সিট কেটে চালককে উদ্ধার করে চিকিত্সার জন্য পাথারকান্দি সামূহিক হাসপাতালে পাঠান। কিন্তু উন্নত চিকিত্সার প্রথমে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চালকের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে।