দানপত্র ভাঙচুরকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট, আহত ১২
রামকৃষ্ণনগর : মোকামের দানপাত্র খোলা নিয়ে দুই পক্ষের মারপিটে জড়ালো কমবেশি আহত হয়েছেন ২০ জন৷ এর মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক৷ এদের শিলচর মেডিক্যালে ভর্তি করা হয়েছে৷
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টা নাগাদ রামকৃষ্ণনগর থানাধীন বিদ্যানগর জিপির মোকামেরবন্দে৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ আহতদের মধ্যে বাহার উদ্দিন, বসির উদ্দিন, রফিক উদ্দিন সহ আরও দুজনকে ভর্তি করা হয় রামকৃষ্ণনগর হাসপাতালে৷ রামকৃষ্ণনগর থানার ওসি নিলয়জ্যোতি নাথ জানান, মোকামের দানপাত্র খোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়৷
এদিন সকালে দানপাত্র খুলতে গেলে প্রথমে শুরু হয় বাক-বিতন্ডা৷ এক সময় লাঠি, ঝাঁটা নিয়ে হামলা-পাল্টা হামলায় জড়ায় দুই পক্ষ৷ এমর্মে রামকৃষ্ণনগর থানায় মামলা-পাল্টা মামলাও হয়েছে৷ যদিও মামলা এখনও রেজিস্ট্রার হয়নি৷ ওসি জানান, মারপিটের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ৩ জনকে আটক করা হয়েছে৷