Barak Valley

দিসপুরে জগন-যিশুকে স্মরণ করলেন কমলাক্ষ

গুয়াহাটি : মাতৃভাষার জন্য শহিদ হওয়া করিমগঞ্জের দুই দামাল ভাষা যোদ্ধা জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ ১৯৮৬-র ২১শে জুলাই মাতৃভাষা বাংলার জন্য লড়াইয়ে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন জগন-যিশু৷ প্রতি বছর সেই দিনটি মাতৃভাষা দিবস হিসাবে বরাকে পালিত হয়৷ শুক্রবার দিসপুরে তাঁর সরকারি আবাসনে এই দিনটি পালন করেন কমলাক্ষ৷ ছিলেন করিমগঞ্জের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও৷

দুই শহিদকে শ্রদ্ধা জানিয়ে কমলাক্ষ বলেন, মাতৃভাষা রক্ষার জন্য বরাকের ভাষা সেনানীদের বারবার রক্ত ঝরাতে হয়েছে৷ ১৯৬১-র ১৯ মে শহিদ হয়েছেন ১১ জন৷ এরপর ১৯৮৬-র ২১ জুলাই শহিদ হন জগন-যিশু৷ আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে৷ আবার অন্য মাতৃভাষার প্রতিও থাকতে হবে শ্রদ্ধা৷ কোনও জনগোষ্ঠী ভাষা-সংস্কৃতি ছাড়া বেঁচে থাকতে পারে না৷ তাই সবার মাতৃভাষা সুরক্ষিত থাকুক, বলেন কমলাক্ষ৷

Show More

Related Articles

Back to top button