দুই ছাত্র সংস্থার সংঘর্ষে উত্তপ্ত করিমগঞ্জ কলেজ, আহত ১
করিমগঞ্জ : সাইকেল স্ট্যান্ড করাকে কেন্দ্র করে দক্ষযজ্ঞ বাঁধল করিমগঞ্জ কলেজে৷ ছাত্রদের মধ্যে শুধু হাতাহাতি নয়৷ বাঁশ, ব্লেড দিয়ে চালানো হল আক্রমণ৷ এতে আহত হয় এক ছাত্র৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হল করিমগঞ্জ সরকারি হাসপাতালে৷ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
করিমগঞ্জ কলেজে বেশ কিছুদিন থেকে ছাত্রদের মধ্যে মনোমালিন্য চলছিল৷ অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় প্রায়ই আড়ালে ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়৷ বুধবার সাইকেল স্ট্যান্ড করাকে কেন্দ্র করে একেবারে দক্ষযজ্ঞের আকার নেয় করিমগঞ্জ কলেজ চত্বর৷ মারপিট হয় নবীন-প্রবীণের মধ্যে৷ আঘাত পায় উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র পান্ত মালাকার৷ তার মাথা ও শরীরে আঘাত লাগে৷
কলেজ ছাত্রদের মধ্যে মারামারি একসময় ABVP ও NSUI-র মধ্যে ছড়িয়ে পড়েন৷ অভিযোগ দীর্ঘক্ষণ ছাত্রদের মধ্যে হাতাহাতি হলেও এগিয়ে আসেনি কলেজ কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ কলেজের বাইরে দাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে৷