Barak Valley

দুই দশকে রেকর্ড গরম, শিলচরের তাপমাত্রা ৩৯.৪!

শিলচর, ৪ সেপ্টেম্বর : প্রায় দুই দশক পর রেকর্ড গরমে নাভিশ্বাস উঠল শিলচরের৷ গতকালই ওই তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দফতর৷ সেই সতর্কবার্তা সত্য করে সোমবার সকাল থেকেই যেন সব শক্তি নিয়ে উদয় হয়েছিল সূর্যের৷ দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তেজও বাড়তে থাকে৷ এদিন শিলচরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪° সেলসিয়াস৷

এদিকে এমন গা ঝলসে যাওয়া গরম, অন্যদিকে শিলচর শহর জুড়ে সপ্তাহের প্রথম দিনই উৎকট যানজট,-এই দুয়ের তান্ডবে এদিন রীতিমতো নাভিশ্বাস উঠেছে শহরবাসীর৷ এর আগে ২০০৫ সালের ২ ডিসেম্বর শিলচরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২° সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল৷ আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ৩৯.৪° সেলসিয়াস রেকর্ড করা হলেও আদ্রতার কারণে তা প্রায় ৫০° -র আশপাশ অনুভূত হয়েছে৷ যাও রীতিমতো রেকর্ড৷

এদিকে শিলচরের উৎকট গরমের এদিনও দোসর ছিল ঘন ঘন লোডশেডিং৷ এদিনও সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত ঘন্টার পর ঘন্টা ধরে বিদ্যৎহীন ছিল৷ অনেকের inverter পর্যন্ত বসে যায়৷ এতে করে প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করতে থাকেন৷ বিদ্যুৎ বিভাগ থেকে এদিনও ভাঙা রেকর্ড বাজিয়ে বলা হয়েছে, পর্যাপ্ত সাপ্লাই মিলছে না৷ পিক আওয়ারের চাহিদার সঙ্গে জোগানের কোনও মিল নেই৷ এরমধ্যে বরাক উপত্যকার জন্য বরাদ্দ বিদ্যুৎ নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র৷ ফলে গোটা উপত্যকায় ঘন ঘন লোডশেডিং-ই একমাত্র ভবিতব্য৷ ফলে আগামী কয়েকদিন লোডশেডিং আর উৎকট গরমই যে বরাকবাসীর দোসর হয়ে থাকবে, তা বিদ্যুৎ বিভাগের বক্তব্য থেকেই স্পষ্ট৷

Show More

Related Articles

Back to top button