Updates

দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা

জনসংযোগ, করিমগঞ্জ : শারদোৎসব উপলক্ষে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে৷ এতে জানানো হয়েছে, ২১-২৪ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এই নির্দেশিকা মেনে চলতে হবে৷ প্রতিদিন দুপুর ২টা থেকে করিমগঞ্জ শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন, অটো রিকশা, ই-রিকশা ও ঠেলা করিমগঞ্জ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না৷

পাশাপাশি ভারি, মাঝারি ও হালকা যাত্রীবাহী ও পণ্যবাহী যান পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকন্ঠে রাস্তার পাশে ও পুজো মন্ডপের সামনে রাখা যাবে না৷ ছন্তর বাজার পয়েন্ট থেকে AOC point পর্যন্ত কোনও ধরনের যানবাহন চলাচল করবে না৷ বদরপুর থেকে আসা যানবাহন করিমগঞ্জ বাইপাস দিয়ে পোয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে৷

বদরপুর ও পাথারকান্দি থেকে আসা সব ধরনের যানবাহন সেনকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে৷ লক্ষীবাজার থেকে আসা যানবাহন লক্ষীবাজার রোডস্থ central bank পর্যন্ত চলাচল করবে৷ ফকিরাবাজার থেকে আসা যানবাহন মাইজডিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে৷ এদিকে কর্ণমধু, কাটাখাল থেকে আসা যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে৷

বদরপুর ও পাথারকান্দি থেকে আসা ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে AOC point থেকে সুভাষ নগর রোড দিয়ে Telephone Exchange-র সামনে দিয়ে Civil Hospital, SP Bunglow, করিমগঞ্জ থানার সামনে দিয়ে মেন রোড যেতে পারবে৷

লক্ষীবাজার, ফকিরাবাজার ও কর্ণমধু থেকে আসা ব্যক্তিগত যানবাহন ছন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাসপট্টি, চরবাজার, বিপিন পাল রোড, ঘাট লাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে৷ AOC point থেকে পাথারকান্দি রোডে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না৷

এছাড়া বিসর্জনের দিন শহরের মেন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল ১০টা থেকে সব ধরনের যানবাহন চলাচল পুরো বন্ধ থাকবে৷ তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, প্রবীণ নাগরিক ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি ৯ ও ১০ অনুসারে চলাচল করতে পারবে৷

এদিকে, পুলিশ বিভঅগ থেকে আমজনতার সুবিধার্থে পুলিশ control room-র no. জারি করা হয়েছে৷ পুলিশ control room-র no. হচ্ছে ০৩৮৪৩-২৬৬১০১ এবং ৮০৯৯৬৬২২৭৫৷ জনতা যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে চলাফেরা করে শারোদৎসব পালন করতে পারেন তার জন্য করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে জেলাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button