দুল্লভছড়ায়ও রেশন কার্ড বন্টন মন্ত্রীর
রামরাজ্য ফিরছে বলেই প্রজাদের কল্যাণে রেশন কার্ড : পরিবহণ মন্ত্রী
রামকৃষ্ণনগর : রেশন কার্ড বিতরণের সঙ্গে আরও ৩টি প্রকল্প একসঙ্গে যুক্ত হয়েছে৷ আগে লক্ষ টাকা যাদের বার্ষিক আয় ছিল তাঁরাই সুবিধা পেতেন অন্তোদয় অন্ন যোজনা সহ আরও কিছু অন্ন যোজনার৷ এখন যাদের বার্ষিক আয় ৪ লক্ষের নীচে তাঁরাও ওই প্রকল্পের সুবিধা পাচ্ছেন৷
বুধবার সন্ধ্যায় দুল্লভছড়ার পাতিফিল্ডে নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে এমনটা বলেন, রাজ্যের আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ বলেন, রামরাজ্য ফিরছে বলেই প্রজাদের কল্যাণে সরকার একের পর এক জনদরদী প্রকল্প চালু করেছে৷ বলেন, রামচন্দ্র ৫০০ বছর পর আবার প্রতিষ্ঠিত হয়েছেন অযোধ্যায়৷ ফলে রামরাজ্য ফিরবেই এমনটাও বলেন, মন্ত্রী৷ এছাড়াও বলেন, রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ৬২০২ জন নতুন রেশন কার্ড পাচ্ছেন৷ উপকৃত হবেন প্রায় ৩৭ হাজার মানুষ৷
জেলাশাসক মৃদুল কুমার যাদব বলেন, নতুন রেশন কার্ড বিতরণ চলছে৷ কেউ বাদ থেকে গেলে তাদেরও পরে কার্ড দেওয়া হবে৷ সাংসদ কৃপানাথ বলেন, দেশে অসংখ্য জনদরদী প্রকল্প চলছে৷ রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার বলেন, সরকার চাইলে মানুষের জীবনের মান কতটা উন্নত করতে পারে তাঁর সেরা উদাহরণ কেন্দ্র-রাজ্যে বিজেপি সরকার৷ বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, উমাশংকর বানিয়া প্রমুখ৷