Barak Valley

দুল্লভছড়ায় হনুমান মন্দিরের নবনির্মিত গেস্ট হাউসের উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার

রাতাবাড়ি : স্বাধীনতার ৭৫ বছর পর হিন্দুদের মন্দিরের জন্য সরকারি অনুদান মিলবে তা কেউ কোনদিনও কল্পনা করেনি৷ বিজেপি সরকার আসার পর অসমের মন্দিরের জন্য অসম দর্শন প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদান প্রদান করেছে৷ কিছু দিনের মধ্যেই সব কয়টি মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন হবে৷

সোমবার দুল্লভছড়া জিপির ডামছড়া চা-বাগানের হনুমান মন্দিরে অসম দর্শন প্রকল্পের অধীনে নির্মিত গেস্ট হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য তুলে ধরে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন৷

উপস্থিত ছিলেন বিজেপি দুল্লভছড়া মন্ডল সভাপতি জিতেন্দ্রলাল রায়, দুল্লভছড়া জিপি সভাপতি দেবকুমার কুর্মী, যুবমোর্চা মন্ডল সভাপতি টিঙ্কু মালাহ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button