Barak Valley

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে অনড় হিন্দু রক্ষি দল

করিমগঞ্জ : ডেলিভারি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা করা দুষ্কৃতীকারীদের গ্রেফতারের দাবি হিন্দু রক্ষি দলের৷ সমস্ত দেশের সঙ্গে করিমগঞ্জের সনাতন ধর্মালম্বীরা অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই কানিশাইলের চান্দপুর এলাকায় ৩ জন দুষ্কৃতীকারী মিলে ডেলিভারি বয় বিপ্লব দাসকে মারধর করে৷ তার স্কুটিতে লাগানো ছিল রামমন্দিরের পতাকা৷ পরে করিমগঞ্জ সদর থানায় ১টি মামলা হয়৷ কিন্তু এরপরেও পুলিশ প্রশাসন দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে হিন্দু রক্ষি দলের অভিযোগ৷ তারা জানান, গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ ডেলিভারি কর্মী বিপ্লব দাস ১টি পার্সেল নিয়ে যান কানিশাইলেন চান্দপুর এলাকায়৷ কিন্তু সেখানে ৩ জন দুষ্কৃতীকারী বিপ্লব দাসকে মারধর করে৷ পরবর্তীতে বিপ্লব দাস সঠিক বিচার পাওয়ার জন্য পেট্রোল পাম্প এলাকায় অনশনে বসেন৷ কিন্তু পুলিশ তাঁকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে আসে৷ এরপরেও পুলিশ কোনও দুষ্কৃতীকারীকে গ্রেফতার করে নি৷ যদি দুই দিনের মধ্যে দুষ্কৃতীকারীদের পুলিশ গ্রেফতার না করে তাহলে হিন্দু রক্ষি দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে তারা জানান৷

Show More

Related Articles

Back to top button