Barak ValleyEducation

দেওরাইল টাইটাল মাদ্রাসা বিলুপ্ত! ক্ষোভ বিভিন্ন মহলে

বদরপুর : রাজ্য সরকার সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করার প্রকল্প দীর্ঘদিন পূর্বে হাতে নিলেও ঐতিহ্যবাহী বদরপুর টাইটেল মাদ্রাসায় নিয়মিতভাবে মাদ্রাসা শিক্ষা চলছিল৷ কিন্তু আজ অর্থাৎ ১১ আগস্ট ঐতিহ্যবাহী বদরপুর টাইটেল মাদ্রাসাকে শাহ বদরুদ্দীন হাইস্কুলের অধীনে করে উক্ত মাদ্রাসার প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই জড়িত আবেগিক মানুষের ক্ষোভের আগুন জ্বলছে৷

এদিন এক প্রেসবার্তায় বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, ঐতিহ্যবাহী বদরপুর টাইটেল মাদ্রাসার বিলুপ্তিকরণ হাজার হাজার মানুষকে আবেগিক ভাবে আঘাত করেছে৷ বদরপুর টাইটেল মাদ্রাসার বিলুপ্তিকরণ শুধু বদরপুরবাসীর জন্য নয়, এই মাদ্রাসার সঙ্গে আবেগিকভাবে জড়িত দেশ-বিদেশের সবার জন্য এক কালো অধ্যায় রচিত করেছে বলে জানান তিনি৷

এদিন বদরপুর ব্লক কংগ্রেস Social Media ও IT Department-র chairman আবুল হুসেন জানান, নির্বাচন আসলে যারা ‘কৌম’ রক্ষার ঠিকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং ‘কৌম’-র দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপদের সম্মুখীন করেছেন আজ সেই সকল ধর্মীয় ঠিকাদাররা কোথায়? এ নিয়ে প্রশ্ন করেন তিনি৷

আবুল হুসেন আরো বলেন, আজ তথাকথিত ‘কৌম’-র ঠিকাদাররা নীরব কেন? বদরপুর টাইটেল মাদ্রাসার বিলুপ্তিকরণ কি ‘কৌম’-র জন্য ক্ষতিকর নয়? যারা সামান্য স্বার্থ আদায়ের জন্য আছ জাতিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তাদের একদিন না একদিন মহান সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷

Show More

Related Articles

Back to top button