দেবরের হাতে খুন বৌদি, অস্ত্র সহ গ্রেফতার অভিযুক্ত
রামকৃষ্ণনগর : দেবরের হাতে বৌদি খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রামকৃষ্ণনগরকে৷ ঘাতক পিঙ্কু পালকে (৪৬) আটক করা হয়েছে৷ এ ঘটনা শনিবার সকালে আনুমানিক ১০টা নাগাদ৷ বৌদি মৌসুমী পাল (৪৫) কালীনগরের বিবেকানন্দ এলপি স্কুলের রাধুনি৷ স্কুলের পাশেই তাদের বাড়ি৷ স্কুলে রাধুনির কাজে মৌসুমী যখন ব্যস্ত, ঠিক তখনই বাড়ি থেকে দা নিয়ে এসে বৌদির মাথায় কোপ বসিয়ে দেয় দেবর৷ আশপাশের মানুষ চিৎকার করলে ঘাতক দা নিয়ে পালিয়ে যায়৷
এদিকে পিঙ্কিকে রক্তাক্ত অবস্থায় রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে শিলচর ম্যাডিকেলে রেফার করেন৷ কিন্তু এম্বুলেন্স হাইলাকান্দি পৌঁছার আগেই মৃত্যু হয় মৌসুমীর৷ মরদেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়৷ অনুমান করা হচ্ছে পারিবারিক কলহেই এই ঘটনা৷ ঘাতক রিঙ্কু নেশাগ্রস্ত থাকত৷ এদিকে, মৌসুমীর স্বামী জন্টু পাল পেশাগত কারণে শিলং থাকেন৷ তাদের দুটি সন্তানও রয়েছে৷