দোলযাত্রা : সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন৷
এতে আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসব অর্থাৎ ২৫ ও ২৬ মার্চ রঙিন তরল পদার্থ, পাউডার বা অন্য কোন আপত্তিকর পদার্থ, কাঁদা ইত্যাদি কোন ব্যক্তির উপর সর্বজনীন স্থানে ছড়ানো বা ছিটানোর ফলে অন্য ভাবাবেগের মানুষের মনে আঘাত সৃষ্টি করতে পারে যা থেকে জন মানসে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে৷ এর পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এর ব্যবস্থা গ্রহণের জন্য এ ধরনের রঙিন জল, পাউডার, কাঁদা ইত্যাদি সর্বজনীন স্থান রাস্তা, বাজার ইত্যাদিতে কোন ব্যক্তির উপর ছড়ানো বা ছিটানো প্রতিহত করতে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে৷
তাই জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে জারি ওই আদেশ অনুসারে, কোন ব্যক্তি রঙিন তরল পদার্থ, পাউডার অথবা অন্যকোন আপত্তিকর পদার্থ, কাঁদা ইত্যাদি সর্বজনীন স্থান রাস্তা, বাজার ইত্যাদিতে কোন ব্যক্তির উপর ছড়াতে বা ছিটাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷
পাশাপাশি কোন প্রাকৃতিক জলাশয়ে এ ধরনের রঙিন পদার্থ ধোয়া যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জন মানসে শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এই আদেশ সমগ্র করিমগঞ্জ জেলায় জারি করা হয়েছে৷